Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকুন্দিয়ায় নারী ভোটার বেশি

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার বেশি। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৮ সালের ভোটার তালিকা অনুযায়ী, উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নে ভোটার এক লাখ ৮৭ হাজার ২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯২ হাজার ৭৯৫ জন, নারী ভোটার ৯৪ হাজার ২২৯ জন।

পৌরসভার ভোটার ২১ হাজার ৫২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৬৫১ জন, নারী ভোটার ১০ হাজার ৮৭৫ জন। জাংগালিয়া ইউনিয়নে ভোটার ২৪ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৩৯১ জন, নারী ভোটার ১২ হাজার ৩৪৮ জন। চরফরাদী ইউনিয়নে ভোটার ১৭ হাজার ৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার আট হাজার ৫০১ জন, নারী ভোটার আট হাজার ৫৯০ জন। এগারসিন্দুর ইউনিয়নে ভোটার ২৪ হাজার ৬৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ১৮৪ জন, নারী ভোটার ১২ হাজার ৪৮৩ জন। বুরুদিয়া ইউনিয়নে ভোটার ১৯ হাজার ৫১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৫৮৭ জন, নারী ভোটার ৯ হাজার ৯২৮ জন। পাটুয়াভাঙ্গা ইউনিয়নে ভোটার ২৪ হাজার ৬০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ২৬৮ জন, নারী ভোটার ১২ হাজার ৩৪১ জন। নারান্দী ইউনিয়নে ভোটার ১৪ হাজার ১৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার সাত হাজার ৪০ জন, নারী ভোটার সাত হাজার ১১০ জন। হোসেন্দী ইউনিয়নে ভোটার আট হাজার ৬৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার চার হাজার ১৬৮ জন, নারী ভোটার চার হাজার ৪৬৬ জন। চন্ডিপাশা ইউনিয়নে ভোটার ১৭ হাজার ৪০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার আট হাজার ৬৫৭ জন, নারী ভোটার আট হাজার ৭৫০ জন। সুখিয়া ইউনিয়নে ভোটার ১৪ হাজার ৬৮৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার সাত হাজার ৩৪৮ জন, নারী ভোটার সাত হাজার ৩৩৮ জন। উপজেলায় পুরুষের চেয়ে নারী ভোটার এক হাজার ৩৩৪ জন বেশি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ