Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাক্ষরের সুযোগ না দিয়েই মনোনয়ন বাতিল করা হয়েছে -রনি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৮, ৭:৪৭ পিএম

একটি সাধারণ ভুলের জন্য অতীতে কখনই কোন মনোনয়পত্র বাতিল হয় নাই দাবি করে গোলাম মাওলা রনি বলেছেন, ভুলক্রমে আমরা স্বাক্ষরটা পড়েনি। কিন্তু আমাকে স্বাক্ষর করার সুযোগ না দিয়েই বলা হলো আপনার মনোনয়নপত্র বাতিল। সোমবার (৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল করতে এসে একথা বলেন তিনি।

আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী রনি বলেন, আমরা মনোনয়নপত্র জমা দেয়ার সময় সাপ্লিমেন্টারি ডকুমেন্ট নোটারী পাবলিক করে জমা দেই। আমরা যেটা করি এটার দুটো কপি করি। এতে ভুলক্রমে আমার স্বাক্ষরটা পড়েনি। সাধারণত যাচাই বাছাইয়ে এ ধরণের ভুল হলে বলা হয় আপনি একটা স্বাক্ষর করে নিন। আমাকে স্বাক্ষরের সুযোগ না দিয়ে তিনি (রিটার্নিং কর্মকর্তা) সরাসরি বললেন আপনার মনোনয়নপত্র বাতিল। গোলাম মওলা রনি নিয়ম মেনে আপিল করেছেন মনোনয়নপত্র গ্রহণ করবার জন্য। তিনি আরো বলেন, আমি আশাবাদী সুষ্ঠু ও ন্যায় বিচার পাবো এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো।

পটুয়াখালী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মওলা রনির মনোনয়নপত্র গতকাল রোববার অবৈধ ঘোষণা করেন পটুয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তা। হলফনামায় স্বাক্ষর না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়।

 



 

Show all comments
  • MAHMUD ৩ ডিসেম্বর, ২০১৮, ৮:১২ পিএম says : 2
    Dear Roni BHAI, do not make excitement, please go ahead. Remember, Virtue thrives best in adversity.
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ৪ ডিসেম্বর, ২০১৮, ৯:১৬ পিএম says : 1
    হলফনামায় স্বাক্ষর না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে এটাই আইন। নোমিনেশনের কাগজপত্র জমা দেয়ার সময় যদি কিছু ভুল হয় তাহলে সেটা বাতিল হবে এটাই আইন। আমরা আশা করছি ইসি সঠিক সিদ্ধান্ত নিয়ে তাদের বাতিল করা মনোনয়ন পত্র পুনরায় বিবেচনা করবেন না। তাহলে আমরা মনে করবো অন্য যারা মনোনয়ন পত্র সঠিক ভাবে জমা দিয়েছেন তাদের প্রতি অবিচার করা হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ