Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আপনারা ব্যর্থ হলে নির্বাচন ব্যর্থ হবে -মাহবুব তালুকদার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৮, ১২:৪৬ পিএম
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, একাদশ সংসদ নির্বাচনে আইন ঠিক মত না চললে সমান সুযোগের পরিবেশ নিশ্চিত হবে না। আইন ঠিক ভাবে না চললে সেটি আইন নয়, আইনের অপলাপ মাত্র। তিনি বলেন, আইন প্রয়োগ ঠিকভাবে না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। আর প্রশ্নবিদ্ধ নির্বাচন করে কলঙ্কিত হতে চাই না।   
 
সোমবার সকালে নির্বাচন কমিশন ভবনে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন করে এ কথা বলেন মাহবুব তালুকদার। 
 
তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন যে প্রক্রিয়াতেই অনুষ্ঠিত হোক না কেন নির্বাচনকে ভিন্নখাতে প্রবাহিত ও প্রশ্নবিদ্ধ করতে দিবে না নির্বাচন কমিশন। শান্তি-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগের আহ্বান জানান মাহবুব তালুকদার। 
 
মাহবুব তালুকদার বলেন, কতটুকু ক্ষমতা প্রয়োগ করা যাবে তা জেনে নিবেন। পুলিশ বা সামরিক কর্মকর্তাদের চেয়ে আপনাদের ক্ষমতা কোন অংশে কম নয়।
 
তবে নির্বাচনের দায়িত্বে এসব কর্মকর্তাদের শিথিলতা কমিশন বরদাস্ত করবে না বলেও জানান মাহবুব তালুকদার। 
 
নির্ভয়ে, সাহসিকতার সঙ্গে নির্বাচনী কর্মকর্তাদের দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, আপনারা ব্যর্থ হলে নির্বাচন ব্যর্থ হবে। আপনারা সফল হলে উদ্ভাসিত হবে পুরো জাতি। যুদ্ধক্ষেত্রে সম্মুখ সমরের মতো নির্বাচনী কর্মকর্তাদের সাফল্যের কোন বিকল্প নেই। নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করতে আইনানুগ প্রক্রিয়ায় দৃঢ় থাকারও নির্দেশ দেন মাহবুব তালুকদার। 
 
তিনি বলেন, দেশে নানা সময় নানা প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কখনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, কখনো সেনা সমর্থিত সরকারের অধীন কিংবা কখনো দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন যেই প্রক্রিয়াতেই হোক না কেন তাকে ভিন্নখাতে প্রবাহিত হতে দেয়া যাবে না। দেশে নির্বাচনের কোন ধারাবাহিক রীতি গড়ে না উঠলেও একটি পূর্ণাঙ্গ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে এই ধারাবাহিকতা ও ঐহিত্য সৃষ্টি করতে যাচ্ছে কমিশন। সেজন্য জনমনে আস্থার পরিবেশ তৈরি করতে হবে। 
 
তিনি বলেন, সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে, প্রার্থী যেন নিশ্চিন্ত থাকতে পারে সে ব্যবস্থা করবেন। নির্বাচনী কর্মকর্তাদের কাছে চাওয়া খুবই সামান্য, একজন ভোটার যেন নির্ভয়ে পছন্দমত তার প্রার্থীকে ভোট দিতে পারেন সেই আস্থার পরিবেশ তৈরি করতে হবে। 
 
মাহবুব তালুকদার বলেন, গোটা নির্বাচনী প্রক্রিয়ায় প্রায় ১০-১২ লাখ কর্মকর্তা যুক্ত হবেন। জাতীয় সংসদ নির্বাচনের আগে অনিয়ম রোধ ও শান্তি-শৃঙ্খলা রক্ষায়, নির্বাচনী কর্মকর্তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগের ক্ষমতা জেনে নিতে তিনি নির্দেশ দেন। 
 
নির্বাচনের দায়িত্বে থাকা এসব কর্মকর্তাদের নির্বাচন কমিশনের শপথের অংশীদার উল্লেখ করে মাহবুব তালুকদার বলেন, আমাদের শপথ আপনাদের মধ্যে সঞ্চারিত হয়েছে। আপনারাও মনে মনে শপথ গ্রহণ করুন, দেশ ও জাতির প্রতি দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট থাকবেন। আপনাদের দায়িত্বশীল আচরণই দেশে এক সোনালি অধ্যায়ের রচনা করবে। মনে রাখতে হবে, আপনারা জাতির ক্রান্তিলগ্নে মহান দায়িত্ব পালন করছেন। আপনাদের সাফল্যে গৌরবদীপ্ত হবে, উদ্ভাসিত হবে দেশের জনগণ। বিশ্ববাসীর সামনে নিজেদের আত্মমর্যাদা সমুন্নত রাখার সুযোগ এই নির্বাচন। আমরা বিশ্বের সামনে আমাদের সম্ভ্রম খোয়াতে পারি না। মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদদের আত্মদান ও মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় আইনের শাসন প্রতিষ্ঠিত করে সবার প্রতি সমান প্রয়োগ করার আহ্বান জানান মাহবুব তালুকদার। 
 
অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, মনোনয়ন অবৈধ ঘোষিত প্রার্থীরা তাদের প্রার্থিতা ফিরে পেতে ৫ই ডিসেম্বর পর্যন্ত কমিশনে আপিলের সুযোগ পাবেন। ৬-৮ ডিসেম্বর আপিলের বিষয়ে নিষ্পত্তি করবে কমিশন। এর আগে, প্রার্থীদের মনোনয়ন জমাদান প্রক্রিয়া বেশ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বলে দাবি করেন নির্বাচন কমিশন সচিব। 
 
তিনি জানান, জাতীয় নির্বাচনের আগে ১৩ই ডিসেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করবে কমিশন। মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষায় নির্দেশনা দেয়া হবে ওই বৈঠকে। ১৩ই ডিসেম্বরের পর কমিশনারগণ বিভিন্ন বিভাগে গিয়ে দিক-নির্দেশনা দিবেন বলে জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। 
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান ও নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক মোস্তফা ফারুক। প্রশিক্ষণে কয়েক ধাপে অংশ নিচ্ছেন সারা দেশের মোট ২০২৬ জন কর্মকর্তা। সোম ও মঙ্গলবার নয়টি জেলার মোট ৪০৮জন কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করছেন। 


 

Show all comments
  • হতদরিদ্র দীনমজুর ৩ ডিসেম্বর, ২০১৮, ৪:৪৯ পিএম says : 0
    কথা আর কাজের মিল খুজে পাওয়া যাচ্ছেনা|| কথা আর কাজের মিল থাকলে সুষ্ট নিরপেখ্খো নির্বাচন সম্ভব|| মনোনয়ন বাতিলের খেত্রে মিডিয়ার কল্যানে যতটুকু জানাযায় একপেশে হয়েছে| আশা রাখি বিবচনা করে দেখবেন|| জাতী আপনাদের স্বরন করবে||
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ