Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নূরুল ইসলাম বাবুলের সন্ধান দাবি বিএনপির

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৮, ১২:৩২ পিএম
চট্টগ্রাম (উত্তর) জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম বাবুলের সন্ধ্যান দাবি করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাবুলকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে। কিন্তু তাকে আটকের বিষয়টি অস্বীকার করছে তারা। আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নরুল ইসলাম বাবুলকে আটকের পর অস্বীকারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন তিনি। এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের আটক এবং পরবর্তীতে আটকের বিষয়টি স্বীকার না করার চলমান ঘটনায় সাধারণ মানুষসহ রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা এখন গভীরভাবে আতঙ্কিত। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে আওয়ামী লীগ সরকার বিজয়ের ফলাফল জোর করে ছিনিয়ে নিলে কেউ যেন প্রতিবাদের আওয়াজ তুলতে সাহস না পায় সেজন্যই এধরণের মনুষ্যত্বহীন কার্যকলাপ সংঘটন অব্যাহত রেখেছে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে আটক করে অস্বীকার করার ঘটনায় একতরফা নির্বাচনেরই আলামত ফুটে উঠছে। বিরোধী নেতাকর্মীদেরকে হত্যা-গুম-খুন-অপহরণের মতো নির্মম ও হৃদয়বিদারক ঘটনা ঘটানো হচ্ছে যাতে অবৈধ সরকারের কর্মকান্ডে কেউ চোখ তুলে না তাকাতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনকে যথেচ্ছভাবে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতেই সকল আয়োজন চলছে। কিন্তু সরকারের এসব কর্মকান্ডের খতিয়ান বিস্মৃত হবে না জনগণ। স্বৈরাচারী শাসন চালিয়ে পৃথিবীর ইতিহাসে কোন একনায়কই পার পায়নি। বর্তমান সরকারকেও জনগণের নিকট তাদের ভয়াবহ দু:শাসনের জবাব দিতেই হবে। 
মির্জা ফখরুল বলেন,  নুরুল ইসলাম বাবুল নিখোঁজ থাকায় তার পরিবার ও দলের নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন ও উৎকন্ঠিত। আমি অবিলম্বে নুরুল ইসলাম বাবুলকে জনসমক্ষে হাজির এবং সুস্থাবস্থায় তার পরিবারের নিকট ফিরিয়ে দেয়ার জোর দাবি জানাচ্ছি।”


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ