Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাস্টমস কমিশনার নূরুল ইসলাম কারাগারে

প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কোর্ট রিপোর্টার : দুর্নীতির মামলায় সাবেক কাস্টমস কমিশনার মো. নূরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী কারাগারে পাঠানোর এ আদেশ দেন। এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচা থেকে এ আসামিকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। মামলার নথি সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর আসামিরা পারস্পরিক যোগসাজশে মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিয়ে মেসার্স মিডিয়া এন্টারপ্রাইজের নামে পূবালী ব্যাংক লিমিটেড, খুলনা শাখায় এলসি খুলে ৪ হাজার ৫৫ দশমিক ৫৬ মার্কিন ডলার মূল্যের সাবান ও বডি ¯েপ্রজাতীয় প্রসাধনী পণ্য দুবাই থেকে আমদানি করে। কিন্তু মংলাবন্দর দিয়ে ওই পণ্য আমদানির আড়ালে আসামিরা অবৈধভাবে ২৪ হাজার ২৪০ বোতল অনুমোদনবিহীন বিভিন্ন প্রকার বিদেশি মদসহ দুই কন্টেইনার ইলেক্ট্রনিক ও অন্যান্য পণ্য আমদানি করে। এভাবে আসামিরা মংলাবন্দর দিয়ে ঘোষণাবহির্ভূত মালামাল আমদানি করে ৪ কোটি ৫০ লাখ টাকা অন্যায়ভাবে বিদেশে পাচার করে দেশের ক্ষতিসাধন করে। পরে এ ঘটনায় ২০১১ সালের ৪ জুলাই মংলা (বাগেরহাট) থানায় নূরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার অন্য আসামিরা হলেন- মেসার্স মিডিয়া এন্টারপ্রাইজের মালিক হুমায়ন কবীর, বরগুনার আমতলী থানার বাসিন্দা আবুল কালাম আজাদ, মেসার্স প্রফেসি শিপিং লাইন্সের মালিক জুলফিকার মালেক ও একই প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুর রাজ্জাক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাস্টমস কমিশনার নূরুল ইসলাম কারাগারে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ