Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আল ফাতাহ পাবলিকেশন্সের শিক্ষাবৃত্তি ও শিক্ষা অফারের পুরস্কার বিতরণ

প্রকাশের সময় : ৫ মে, ২০১৬, ১২:০০ এএম

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মাদ আহসান উল্লাহ (আহসান সাইয়েদ) বলেছেন, মাদরাসা শিক্ষিতদের আর কোনো হতাশা নেই। তাদের ভাগ্যাকাশে সুদিনের লাল সূর্য উদিত হয়েছে। এ আলোয় তারা নিজেকে আলোকিত ব্যক্তি হিসেবে দেশ ও জাতির সামনে তুলে ধরতে সক্ষম হবে। তাদের আর কারো করুণার পাত্র হয়ে থাকতে হবে না। তিনি তার বক্তব্যে শিক্ষার গুণগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে প্রচলিত জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি সম্প্রতি রাজধানীর ধানম-ি জিনডিয়ান রেস্তোরাঁয় দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান আল ফাতাহ পাবলিকেশন্সের স্টুডেন্ট ওয়েলফেয়ার কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আলোকিত মানুষের লক্ষ্যে শিক্ষার্থীদের কল্যাণের ব্রত নিয়ে এগিয়ে চলা আল ফাতাহর দাখিল ও আলিম শিক্ষা অফারের আকর্ষণীয় পুরস্কার এবং উভয় শ্রেণির শিক্ষাবৃত্তি বিজয়ীদের হাতে শিক্ষাবৃত্তির অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মিসবাহুল উলূম কামিল মাদরাসার অধ্যক্ষ প্রফেসর মাওলানা মোঃ শাহজাহান আল মাদানীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক মাওলানা কবি রুহুল আমিন খান, ছারছিনা দারুস সুন্নাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা সৈয়দ মোহাম্মদ শারাফাত আলী, সরকারি মাদরাসা-ই-আলিয়া, ঢাকার উপাধ্যক্ষ প্রফেসর মাওলানা মুহাম্মাদ আবদুর রশীদ, নয়াটোলা আনোয়ারুল উলূম মডেল কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা রেজাউল হক, সীতাকু- কামিল এমএ মাদরাসার উপাধ্যক্ষ ও রিসার্স স্কলার মাওলানা মোহিব্বুল্লাহ আজাদ প্রমুখ। স বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আল ফাতাহ পাবলিকেশন্সের শিক্ষাবৃত্তি ও শিক্ষা অফারের পুরস্কার বিতরণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ