রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আমতলী থানা পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করে, দুইজন পালিয়ে যায়। উপজেলার ইসলামপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার ইসলামপুর গ্রামের কাদের মৃধার ছেলে মো. আলী মৃধা (৩৭), শাহআলম সাহার ছেলে রুবেল সাহা (২৪), আ. মান্নান মুন্সির ছেলে খলিল মুন্সি (৪৫), ভদ্দর মোল্লা ছেলে আব্বাস মোল্লা (২২), সালাম প্যাদার ছেলে আবুল বাসার (২৮), মো. ফকু দফাদারের ছেলে বায়জিদ (২০), আবুল হোসেনের ছেলে মঈন (২৭), সেকেন্দারখালী গ্রামের আ. খালেক হাং ছেলে আলাউদ্দিন (৫১),পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী গ্রামের কদম আলী প্যাদার ছেলে জাফর প্যাদা (৫০) এবং পলাতক ইসলামপুর গ্রামের বারেক হাং ছেলে লিটন হাং (৩২) ও হাসান মুন্সীর ছেলে আব্বাস মুন্সী (৩৮)। জানা যায়, গত শনিবার দিনগত রাত পৌনে ২টায় ইসলামপুর গ্রামের মৃত্যু ফয়জর আলী ওরফে ফজু প্যাদার ঘরে জুয়ার আসর বসে। গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশ এ অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করে এবং দুইজন পালিয়ে যায়। গতকাল সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।