রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাটোরের (লালপুর-বাগাতিপাড়া) ২ উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সভাপতি ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুন্নাহার শিরিন।
গত শনিবার সন্ধ্যায় লালপুর উপজেলার গৌরিপুরস্থ সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের বাসভবনে এই মতবিনিময় মভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় লালপুর থানা বিএনপির সভাপতি আলহাজ নাসির উদ্দিন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের সহধর্মিণী ও নাটোর-১ বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুন্নাহার শিরিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরমেয়র নজরুল ইসলাম মোলাম, প্রতিমন্ত্রী ছেলে ডা. ইয়াসিন আরশাদ রাজন, ওয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ। এ সময় সকল ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।