Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরে মতবিনিময় সভা

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

নাটোরের (লালপুর-বাগাতিপাড়া) ২ উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সভাপতি ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুন্নাহার শিরিন।
গত শনিবার সন্ধ্যায় লালপুর উপজেলার গৌরিপুরস্থ সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের বাসভবনে এই মতবিনিময় মভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় লালপুর থানা বিএনপির সভাপতি আলহাজ নাসির উদ্দিন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের সহধর্মিণী ও নাটোর-১ বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুন্নাহার শিরিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালপুর থানা বিএনপিসাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপিসাধারণ সম্পাদক ও পৌরমেয়র নজরুল ইসলাম মোলাম, প্রতিমন্ত্রী ছেলে ডা. ইয়াসিন আরশাদ রাজন, ওয়ালিয়া ইউনিয়ন বিএনপিসাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ। এ সময় সকল ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ