Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮০০ জনকে মনোনয়ন দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ

আলোচনা সভায় হাছান মাহমুদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ৩০০ আসনে ৮০০ জনকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্বের বহি:প্রকাশ ঘটেছে। বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দল ইতিপূর্বে ৩০০ আসনে ৮০০ জনকে মনোনয়ন দেয়নি।
গতকাল শনিবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় সংসদ নির্বাচন-সমসাময়িক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাছান বলেন, বলেন, দুষ্টু লোকেরা বলছে বিএনপি নাকি নির্বাচনী তহবিল সংগ্রহসহ আরও বিভিন্ন কারণে সবাইকে চিঠি দিয়েছে। বিএনপির রাজনৈতিক দৈউলিয়াত্ব মনোনয়নের মাধ্যমে প্রচন্ডভাবে উঠে এসেছে। তিনি বলেন, বিএনপি প্রতিদিন সংবাদ সম্মেলন করে মিথ্যা সংবাদ পরিবেশন করছে, এটা আচরণবিধির চরম লঙ্ঘন। বাংলাদেশে দুই বছরের বেশি দন্ডিত ব্যক্তি নির্বাচনে অযোগ্য হলেও যাবজ্জীবন দন্ডিত আসামি তারেক রহমান নির্বাচনে অযোগ্য হয়েও কীভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনোনয়নের জন্য কারা যোগ্য তা, ঠিক করে দেন? এটিও আচরণবিধির চরম লঙ্ঘনের মধ্যে পড়ে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকতার হোসেন, শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জি এম আতিক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • হতদরিদ্র দিনমজুর ২ ডিসেম্বর, ২০১৮, ৮:৩৭ এএম says : 0
    অতি কথন ভাবমুর্তি খুন্য হয় | ২৮০ আপনারা ৬৯৬ বিএনপ প্রার্থী, নিজর ঘর সামলান | নিজেদের কোন্দলে| এ পর্যন্ত ৯জন নিহত | সারাদেশে কলাগাছ মুদ্দারি কাপড় ঝারুমিছি জুতা মিছিল মানুষ কি দেখে নাই | শাক দিয়ে মাছ ঢাকার মত | জনগন সব দেখে | আর বোকা বানাবেন না | |
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ