Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

২৩০ সিট পাওয়ার সম্ভাবনা রয়েছে আ.লীগের : নাসিম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের ২৩০টি সিট পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
এবার আওয়ামী লীগ ৩০টির বেশি সিট পাবে না বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্যের জবাবে একথা বলেন তিনি। গতকাল সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি।
নাসিম বলেন, মির্জা ফখরুল সাহেব বলেছেন, আমরা নাকি ৩০টা সিট পাব। দুই-একটা সিট বেশি দেয়া যায় না ফখরুল সাহেব? এই যে কথাগুলো তারা বলে, অহেতুক বলে। জনগণের রায় সে জানালো কোথা থেকে?
তিনি আরও বলেন, আমরা যে কাজ করেছি তাতে মনে হয় আমরা ২৩০টা সিট পাব। জনগণের রায় তিনিই দেবেন না। এসব কথা বলে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না। আগামীতে ইনশাল্লাহ শেখ হাসিনাই বিজয়ী হবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ