Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনী গুজব প্রতিরোধে জেলা-উপজেলায় পুলিশের মিডিয়া সেল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের গুজব প্রতিরোধে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মিডিয়া সেল গঠনের উদ্যোগ নিয়েছে পুলিশ। একইভাবে সেল থেকে সঠিক তথ্য মিডিয়া কর্মীসহ সকলের কাছে পৌঁছে দেওয়া হবে। গতকাল রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশের কাউন্টার টেরোরিজম ও সাইবার ক্রাইম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম এ সব কথা বলেন।
মিডিয়া মিউজিয়াম অব বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান ‘জাতীয় নির্বাচন : গুজব সহিংসতা প্রতিরোধে স¤প্রচার মাধ্যমের ভূমিকা’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে।
মনিরুল ইসলাম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর কারণে অতীতে নানা সহিংসতা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। যার কারণে এবার নির্বাচনী গুজব ঠেকাতে প্রতিটি জেলা ও উপজেলা শহরে গুজব প্রতিরোধী পুলিশেল পক্ষ থেকে মিডিয়া সেল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এখান থেকে কোন ঘটনা ঘটলে তার সত্যতা যাচাই করে মিডিয়া কর্মীদের কাছে সরবরাহ করা হবে। একইসঙ্গে মিডিয়া কর্মীদেরও নিজস্ব সোর্সের মাধ্যমে ঘটনাগুলোর সত্যতা যাচাই করে প্রকাশ ও প্রচার করতে সাংবাদিকদের তিনি আহবান জানান। বিশিষ্ট সাংবাদিকক সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম কখনো সংবাদের উৎস হতে পারে না।
তিনি সাংবাদিকদের তথ্য প্রকাশে সর্বদা সতর্ক থাকতে আহবান জানান। মিডিয়া মিউজিয়ামের প্রধান সিনিয়র সাংবাদিক এমএম বাদশার সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে সুজন সম্পাদক বদিউল ইলম মজুমদার ছাড়াও টেলিভিশন ও পত্রিকার বিভিন্ন সাংবাদিককরা প্যানেল আলোচনায় অংশগ্রহন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ