বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে জাতীয় পার্টির নেতা শাহাবুদ্দিন বাচ্চুকে মহাজোটের প্রার্থী করা না হলে দল ছাড়ার আল্টিমেটাম দেয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে রাজশাহী নগরীর সিটি বাইপাস মোড়ে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ আল্টিমেটাম দেন রাজশাহী জেলা ও নগর জাপার নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মহানগর জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিন্টু। তিনি বলেন, জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন রাজশাহী মহানগর জাতীয় পার্টির সভাপতি শাহাবুদ্দিন বাচ্চু। নির্বাচনের তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ ওই আসন থেকে বর্তমান সংসদ সদস্য আয়েন উদ্দিন আয়েনকে প্রার্থী ঘোষণা করেছে। নেতাকর্মীদের দাবি, জাতীয় পার্টি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে তাই শাহাবুদ্দিন বাচ্চুকে মহাজোটের প্রার্থী করতে হবে। তা না হলে রাজশাহী জেলা ও মহানগর জাতীয় পার্টির ২৫ হাজার নেতাকর্মী দল থেকে পদত্যাগ করতে বাধ্য হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সরদার জুয়েল, যুব সংহতির সভাপতি ওয়াশিউর রহমান দোলন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।