Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১ রাজধানীতে দুই প্রকৌশলীসহ দগ্ধ চার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ঢাকার অদূরে আশুলিয়ার বাইপাইলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তারা হলেন- বাসার কর্তা আকরাম উদ্দিন (৩৫), তাঁর স্ত্রী লাভলী বেগম (২৫) ও ছেলে হোসেন মোহাম্মদ আশিক (৮)। গতকাল ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে গতকাল সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আকরাম উদ্দিন মারা যায়। আগুনে তার শরীরে ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।
এদিকে, রাজধানীর মুগদাপাড়া এলাকায় বিদ্যুতের ট্রান্সমিটার বিস্ফোরণে আগুন ধরে দুই প্রকৌশলীসহ চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- প্রকৌশলী আবু তোরাব আব্দুল্লাহ  তন্ময় (২৭) ও এসএম ফয়সাল মাসুদ (২৬)। এছাড়া আবদুর রহিম (২২) ও সুলতান মাহমুদ (২৮) নামে দুই কর্মীও দগ্ধ হন। তাদেরকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আকরামের স্বজন ও ঢামেক সূত্রে জানা যায়, বাইপাইলের এসএ পরিবহনের কার্যালয়ের পাশে মোস্তফা নামের একজনের বাসায় পরিবারসহ ভাড়া থাকতেন আকরাম। গতকাল ভোর পাঁচটার দিকে চুলা জ্বালানোর সময় গ্যাস লিকেজ থেকে সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে ছেলে আশিকস তারা স্বামী-স্ত্রী দগ্ধ হন। পরে তাদের ঢামেকে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে আকরামের মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, আগুনে লাভীর শরীরের ৬০ শতাংশ ও ছেলে আশিকের ৫ শতাংশ পুড়ে গেছে।
মাসুদ বলেন, গতকাল দুপুরের দিকে মুগদাপাড়ার ওই সাবস্টেশনটি উদ্বোধন করা হয়। কিন্তু আরথিং সংযোগটি চালু করা হয়নি। বিকেলের দিকে সেই সংযোগ চালু করার জন্য কাজ করার সময় বিদ্যুতের ট্রান্সমিটারের উপরে পড়ে যায় তন্ময়। এতে সঙ্গে সঙ্গে ট্রাান্সমিটারে আগুন ধরে গেলে তার দুই হাত ও মুখ পুড়ে যায়। আগুনের ফুলকি ছড়িয়ে গেলে তিনিসহ অন্য দুইজনের মুখও কিছুটা পুড়ে যায়। চিকিৎসকরা বলেন, তন্ময়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ