Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে যুবলীগের আনন্দ মিছিল

রামগতি (লক্ষীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

লক্ষীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বর্তমান এমপি আবদুল্লাহ আল-মামুনকে আবারো নৌকার মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ হায়াত কামনা ও স্থানীয় এমপি আবদুল্লাহর পক্ষে নৌকা মার্কা বিজয়ের জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন। যুবলীগ নেতা মাহবুবুর রহমান বাবলুর উদ্যোগে গত শুক্রবার উপজেলার কয়েকটি মসজিদে এ দোয়া-মোনাজাতের আয়োজন করেন।
এদিকে যুবলীগ নেতা বাবলুর নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বিকেলে হাজিরহাট বাজারে একটি আনন্দ মিছিল বের করে। পরে আনন্দ মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করে। এ সময় কমলনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ