রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের বড়ইকান্দি গ্রামে মরিয়ম আক্তার জুঁই (৩৫) নামে এক বিধবার লাশ তার বসতঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে লাশ উদ্ধার করা হয়। নিহত মরিয়ম ওই গ্রামের মৃত কামাল হোসেনের স্ত্রী। গত দুই বছর আগে স্বামী কামাল হোসেন মারা গেলে এর পর থেকে স্বামীর বাড়িতেই অবস্থান করছিল সে। নিহতের মামা মোতালিব জানান, দুই বছর আগে জুঁইয়ের স্বামী কামাল হোসেনকে সম্পত্তির লোভে তারই ছোটভাই হত্যা করেছিল। মোতালিব বলেন, খাবারের সাথে বিষ মিশিয়ে একই কায়দায় আমার ভাগ্নি জুঁইকেও হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তার শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। আড়াইহাজার থানার উপ-পরিদর্শক হুমায়ুন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, ময়না তদন্তের আগে কিছুই বলা যাচ্ছে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।