Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধ্যপাড়া পাথরখনিতে বাড়ছে উৎপাদন

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথরখনিতে উন্নয়নের ধারাবাহিকতা এবং পাথর উত্তোলনে প্রতিমাসে উৎপাদনের নতুন মাইল স্টোন সৃষ্টি করেছে জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। গত অক্টোবর মাসের পাথর উত্তোলনের রেকর্ডকে ছাড়িয়ে নভেম্বর মাসে সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত ২৫ দিনে তিন শিফটে প্রায় এক লাখ ২৪ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করে জিটিসি।

খনি সূত্রে জানা যায়, বর্তমান সরকারের উন্নয়নের অংশীদার হিসেবে অবকাঠামো উন্নয়ন ও নির্মাণকাজে পাথরের চাহিদা মেটাতে এবং পাথরখনিটিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে জিটিসি নিরলসভাবে খনির উন্নয়ন ও উৎপাদন কাজ চালিয়ে যাচ্ছে। যারই ফলে প্রতিমাসে উৎপাদন বেড়েই চলেছে। জিটিসির দ্বারা প্রতিদিন এখন তিন শিফটে পাথর উত্তোলন হচ্ছে গড়ে প্রায় পাঁচ হাজার মেট্রিক টন। গত অক্টোবর মাসে জিটিসি তিন শিফটে প্রায় এক লাখ ২৩ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করে এক নতুন রেকর্ড সৃষ্টি করেছিল। নভেম্বর মাসে প্রতি দিন তিন শিফট পরিচালনা করে মাত্র ২৫ দিনেই সেই রেকর্ডকে ছাড়িয়ে প্রায় এক লাখ ২৪ হাজার মেট্টিক টন পাথর উত্তোলন করেছে। এইভাবে পাথর উত্তোলন হলে খনিটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব বলে সূত্র মনে করে।

জিটিসি সূত্র জানায়, মধ্যপাড়া পাথর খনির উন্নয়ন ও উৎপাদনে অর্ধশতাধিক বিদেশি খনিবিশেষজ্ঞ, অর্ধ শত দেশি প্রকৌশলী এবং সাত শতাধিক দক্ষ খনিশ্রমিকসহ প্রায় দেড় শতাধিক কর্মকর্তা-কর্মচারী তিন শিফটে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিমাসে উৎপাদনে নতুন নতুন রেকর্ড সৃষ্ঠি করে পাথরখনিটিকে সরকারের লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে জিটিসি অঙ্গীকারাবদ্ধ। জিটিসি কর্তৃক পাথরখনির তিন শিফটে প্রতিমাসে উৎপাদন বেড়েই চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ