বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পিরোজপুর জেলা সংবাদদাতা : পিরোজপুরে পরকীয়ার জেরে স্বামী হত্যার অভিযোগে স্ত্রীসহ চারজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া আজ বুধবার এ আদেশ দেন।
ফাঁসির দণ্ড প্রাপ্তরা হলো- নিহত মানিক মাঝির স্ত্রী শিউলি বেগম, আসাদ মাঝি, গাজী ফরিদ আহম্মদ ও বেলাল গাজী।
চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণার সময় একমাত্র শিউলি বেগম আদালতে উপস্থিত ছিল। বাকি তিনজন পলাতক।
আদালত সূত্রে জানা যায়, জেলার জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের কলারোন এলাকার বাসিন্দা মানিক মাঝিকে ২০১০ সালের ২৫ মে রাতে তার স্ত্রী শিউলি বেগম জুসের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে অজ্ঞান করে। এরপর তার প্রেমিক আসাদ মাঝিসহ অন্যদের সহযোগিতায় স্বামী মানিক মাঝিকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহত মানিক মাঝির ভাই মিজানুর রহমান বাদী হয়ে জিয়ানগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পরে ডিবিতে হস্তান্তর হলে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির তৎকালীন উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন তদন্ত শেষে নিহত মানিক মাঝির স্ত্রী শিউলি বেগম ও তার প্রেমিক আসাদ মাঝি, ভাড়াটিয়া খুনি গাজী ফরিদ আহম্মদ ও বেলাল গাজীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এরপর সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার আদালত চারজনকে ফাঁসির আদেশ ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।