বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন-বুজুর্গ আলহাজ হযরত আল্লামা তফাজ্জল আহমদ মুনিরী (মঃজিঃআঃ) পীর সাহেব কাগতিয়া রাউজান আজ বুধবার সকাল ১০টায় রাজধানী ঢাকার এ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)। ইন্তেকালের সময় তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁর ইন্তেকালে বন্দরনগরীসহ রাউজান ও সমগ্র চট্টগ্রামে শোকের ছায়া নেমে আসে। তাছাড়া দেশের বিভিন্ন স্থানে এমনকি বহির্বিশ্বে ভক্ত-মুরিদানগণ শোকার্ত হয়েছেন। তিনি ১৯২৩ সালে চট্টগ্রামের রাউজান থানার কাগতিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং সেখানে তিনি মাদরাসা, খানকাহসহ বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠান ও দরবার প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন অত্যন্ত জনদরদী, শিক্ষাবিদ ও হক্কানি পীরে কামেল। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বহু দেশেই কাগতিয়ার পীর সাহেবের ভক্ত-অনুরক্ত ও মুরিদান রয়েছেন অগণিত। ইন্তেকালের সময় তিনি ৩ ছেলে, ৬ মেয়েসহ নাতি-নাতনী, অসংখ্য আত্মীয়-পরিজন ও অগণিত ভক্ত-মুরিদান রেখে গেছেন। আজ রাত ১০টায় মরহুম পীর সাহেবের প্রতিষ্ঠিত কাগতিয়া কামিল (এমএ) মাদরাসা ময়দানে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর কাগতিয়ায় পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। পীর সাহেব কাগতিয়ার ইন্তেকালের খবর পৌঁছার সাথে সাথেই কাগতিয়াসহ রাউজানে ও চট্টগ্রামে ধর্মপ্রাণ তৌহিদী জনতা, ভক্ত-মুরিদানগণ শোকে ভেঙে পড়েন। অনেকে কাগতিয়া দরবার শরীফে পৌঁছে যান এবং তারা কান্নায় ভেঙে পড়েন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাগতিয়া দরবারে খতমে কোরআন, দোয়া-দরুদ পাঠ করা হচ্ছিল এবং অগণিত মানুষ সেখানে শোকাচ্ছন্ন পরিবেশে সমবেত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টার যোগে মরহুম পীর সাহেবের লাশ কাগতিয়ায় পৌঁছার কথা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।