Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেহেরপুরে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

প্রকাশের সময় : ৪ মে, ২০১৬, ১২:০০ এএম

মেহেরপুর জেলা সংবাদদাতা : মেহেরপুরে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে। নির্বাচনী কাজে গাড়ি রিকুইজিশনের প্রতিবাদে মেহেরপুরে আন্তঃজেলার সব রুটে বাস ধর্মঘটের এই ডাক দিয়েছে বাস মিনিবাস মালিক সমিতি ঐক্য পরিষদ। ফলে আজ সকাল থেকে মেহেরপুর-কুষ্টিয়া-চুয়াডাঙ্গা-মুজিবনগরসহ আন্তঃজেলার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ গোলাম রসুল গণমাধ্যমকে জানান, আগেও ইউনিয়ন পরিষদ নির্বাচনের কাজে পুলিশ বাস রিকুইজিশন করে দেশের বিভিন্ন জেলায় নেওয়া হয়। ৪র্থ দফা নির্বাচনে আবারও গাড়ি রিকুইজিশন শুরু করে পুলিশ। সকালে তিনটি যাত্রীবাহী বাস রিকুইজিশন করে পুলিশ লাইনে নেয় তারা। এরই প্রতিবাদে সকাল থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়। বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ