বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং এর রিক্রুট ব্যাচ ২০১৮-২ এর সমাপনী কুচকাওয়াজ এবং শপথ গ্রহণ অনুষ্ঠান গতকাল নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে অনুষ্ঠিত হয়। লেফটেন্যান্ট জেনারেল মোঃ নাজিম উদ্দীন জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন করেন ।
আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘ ৪৫ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মাধ্যমে ৭০৭ জন রিক্রুট বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরে সৈনিক হিসেবে যোগদান করেন। কুচকাওয়াজ অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম ট্টেনিং ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক এবং সেনাসদর ও এরিয়া সদর দপ্তর, বগুড়া হতে আগত অফিসারবৃন্দ, বিভিন্ন সেন্টার থেকে আগত কমান্ড্যান্টবৃন্দ/ কম্যান্ড্যান্টবৃন্দের প্রতিনিধিগণ, কাদিরাবাদ ষ্টেশনের সকল অফিসার্স, জেসিও’স অন্যান্য পদবীর সেনাসদস্যবৃন্দ, অসামরিক কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।