Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম নগরীতে হচ্ছে উন্মুক্ত উদ্যান

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

‘সোল স্কোয়ার বা প্রাণের স্পন্দন’ নামে নগরীতে উন্মুক্ত উদ্যান হচ্ছে। সম্পূর্ণ বেসরকারি অর্থায়নে এই উম্মুক্ত পার্কটি নির্মিত হবে নগরীর ষোলশহর বিপ্লব উদ্যানে। সিটি কর্পোরেশনের উদ্যোগে এই উদ্যান নির্মাণ করবে রিফর্ম এবং স্টাইল লিডিং আর্কিটেক্টস নামের দু’টি প্রতিষ্ঠান।

এ লক্ষে গতকাল বুধবার চসিকের সাথে উদ্যোক্তা প্রতিষ্ঠানের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়। চসিকের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা উদ্যোক্তা প্রতিষ্ঠানের পক্ষে রিফর্মের ব্যবস্থাপনা পরিচালক স্থপতি মোহাম্মদ মাসুম এবং স্টাইল লিডিংয়ের চেয়ারম্যান স্থপতি মিজানুর রহমান স্বাক্ষর করেন। এ সময় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, গ্রিন ও ক্লিন সিটি বাস্তবায়নের অংশ হিসেবে উন্মুক্ত পার্ক নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। পার্কে প্রশস্ত ও দীর্ঘ ওয়াকওয়ে, বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মানসিক প্রশান্তির লক্ষে উন্মুক্ত প্লাজা এবং নির্মল বাতাসের জন্য উদ্যান ও জলাধার তৈরিই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।
উদ্যানের চারপাশের প্রাচীর অপসারণ করে বিপ্লব উদ্যানকে উন্মুক্ত প্লাজায় পরিণত করা হবে। এটি নগরবাসীর মানসিক প্রশান্তির জায়গা হয়ে উঠবে এবং পার্কে প্রবেশের ক্ষেত্রে টিকেট লাগবে না। পার্কে বেড়াতে পারবেন স্বাস্থ্য সচেতন মানুষ। পার্কে বিশাল অংশ জুড়ে পরিকল্পিতভাবে লাগানো হবে হরেক রকম ফুল ও সৌন্দর্যবর্ধনের গাছপালা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ