Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চবিতে ডিজিটাল সাংবাদিকতা বিষয়ক সম্মেলন

চবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল সাংবাদিকতা বিষয়ক নেটওয়ার্কিং সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে সাংবাদিকতা বিভাগের উদ্যোগে ও ডয়েচেবেলের সহায়তায় এ সম্মেলন সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থার ৫৩ জন শিক্ষক-গবেষক।
‘বাংলাদেশে ডিজিটাল সাংবাদিকতা শিক্ষা বিষয়ক নেটওয়ার্কিং সম্মেলন : সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এ সম্মেলনটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিভাগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক প্রধান তথ্য কমিশনার প্রফেসর ড. গোলাম রহমান, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ, ডয়েচেবেলের দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক কো-অর্ডিনেটর প্রিয়া এসেলবোর্ন, বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সহিদ উল্ল্যাহ ও প্রফেসর মোহাম্মদ আলী আজগর চৌধুরী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ