Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধ্রুব টিভি’তে নাটক উহ্ লা লা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

এই শহরে প্রতিদিনই ছুটে চলছে মানুষ। নিজ নিজ প্রয়োজনেই এই ছুটে চলা। একে অন্যের কাছাকাছি পাশাপাশি চলছে প্রতিনিয়ত, কিন্তু বোঝার উপায় থাকে না যে, কার চরিত্র কেমন। শহরের কিছু মানুষ প্রতিনিয়ত ঠকে, আর কিছু মানুষ প্রতিনিয়ত ঠকায়। যারা মানুষ ঠকায় তাদের শঠতায় বোকা বনে যায় সাধারন মানুষ। মানুষকে বোকা বানিয়ে নিজের স্বার্থ আদায় করতে ব্যস্ত থাকে ঠকবাজরা। কিন্তু ভাবেই কী চলে, তাদের সারাজীবন? এর শেষ পরিনতিই বা কি? এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘উহ্ লা লা’। ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুমতাহিনা টয়া, তৌসিফ মাহবুব, সাফা কবিরসহ আরও অনেকে। ব্রেভার এনার্জী ড্রিংস নিবেদিত নাটক ‘উহ্ লা লা’ প্রযোজনা করেছে ‘ধ্রæব এন্টারটেইনমেন্ট’। ২৯ নভেম্বর প্রতিষ্ঠানটি তাদের ইউটিউব চ্যানেল ‘ধ্রæবটিভি’ তে প্রকাশ করবে নাটকটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিভি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ