Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাসিরনগরে বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদা

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৮, ৮:০৬ পিএম

নাসিরনগরের বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান(৬১)মঙ্গলবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করায় তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার ছেলে রেখে গেছেন। আজ বুধবার( ২৮ নভেম্বর) বাদ জোহর নামাজ শেষে উপজেলা পরিষদ চত্বরে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির। এসময় বর্তমান সংসদ সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম,বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা এস এ কে একরামুজ্জামান সুখন,সাবেক সাংসদ এসএম সাফি মাহমুদ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার,উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক এম.এ হান্নান,বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল বাকী,বীর মুক্তিযোদ্ধা সোহরাব মোল্লা,বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদিরসহ মুক্তিযোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দ,এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মরহুমের গ্রামের বাড়ি ফুলপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মুত্যুতে বীর মুক্তিযোদ্ধাগণ গভীর শোক প্রকাশ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ