Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাজমুল হুদার মেয়ে অন্তরা পেলেন না বিএনপির চিঠি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৮, ৫:৪২ পিএম

ঢাকা- ১ আসন থেকে আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য দলীয় মনোনয়ন জমা ও সাক্ষাতকার দেন বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিমা হুদা। কিন্তু রিটানিং অফিসে মনোনয়ন জমা দেয়ার শেষ দিনেও দলীয় চিঠি পাননি তিনি।
বুধবার দুপুরে তিনি নিজেই গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আসেন। দীর্ঘ সময় অপেক্ষা করেন তিনি। গুলশান অফিসে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলামের একজন সহকারী এসে অন্তরাকে জানান, আপনার বিষয়টি পরে জানানো হবে। এরপর তিনি দুপুর ১২ টা থেকে ৩ টা ১০ মিনিট পর্যন্ত মনোনয়নের জন্য অপেক্ষা করে তিনি ফিরে যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ