Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মনোনয়ন পেয়ে বাকশক্তি ফিরেছে হাজী সেলিমের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৮, ৫:৪২ পিএম

কিন্তু ২০১৬ সালে স্ট্রোকে আক্রান্ত হয়ে হারিয়ে বাকশক্তি হারিয়েছিলেন ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিম। দশম সংসদ নির্বাচনে নিজ দল আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে নির্বাচন করেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এতে জয়ও পান। এবার দলের মনোনয়ন পেয়েছেন। সম্প্রতি হারানো বাকশক্তিও ফিরে পেয়েছেন তিনি। একাধিক সূত্র জানায়, এবার দলের মনোনয়ন পেয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলা শুরু করেছেন হাজী সেলিম।
মনোনয়ন লাভের পর এলাকায় গণসংযোগ শুরু করেছেন হাজী সেলিম। শুভেচ্ছা বিনিময়কালে সবার সঙ্গে অল্পস্বল্প কথাও বলছেন তিনি। তবে কোনো বিষয়ে বিস্তারিত কথা বলার প্রয়োজন পড়লে সহযোগীর সহায়তা নিচ্ছেন।

হাজী সেলিমের একজন সমর্থক জানান, শুধু বাকশক্তি ফিরে পেয়েছেন তা নয়, দলের মনোনয়ন পাওয়ার পর বেশ উজ্জীবিতও দেখা গেছে দীর্ঘদিন অসুস্থ থাকা হাজী সেলিমকে। মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীদের নিয়ে তা উদযাপনও করেন তিনি। এ সময় বেশ কিছুক্ষণ নেচেছিলেনও, যার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
মনোনয়ন পাওয়ার পর হাজী সেলিমের উজ্জীবিত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন তার বড় ছেলে সোলায়মান সেলিম। তিনি বলেন, আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে উজ্জীবিত হয়ে উঠেছেন বাবা। এলাকায় গণসংযোগ শুরু করেছেন। মানুষের সঙ্গে কথা বলছেন। গণমানুষের সুখ-দুঃখের খোঁজখবর নিচ্ছেন। এলাকায় জনপ্রিয়তার কারণে আওয়ামী লীগের তিন দফা জরিপে বাবা এগিয়ে ছিলেন। আগামী নির্বাচনে জয়লাভ করে ঢাকা-৭ আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেবেন তিনি।

 



 

Show all comments
  • রেজা আহম্মেদ ২৯ নভেম্বর, ২০১৮, ১২:৪০ পিএম says : 0
    এখানে আপনি আপনার মন্তব্য করতে পারেন আমিন আল্লাহ্‌ তালা সুন্দর ভাবে কথা বলার তৌফিক দানকরুক আমিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ