Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুর-২ বিরল-বোচাগঞ্জ আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী খালিদ মাহমুদ চৌধুরী

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা ॥ | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৮, ১:৫৫ পিএম

বুধবার দুপুরে বিরল উপজেলা সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এ,বি,এম রওশন কবীরের নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৭ দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এম,পি। এসময় তার সাথে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিল্পপতি আলহাজ্ব এম,আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক এ,কে,এম মোস্তাফিজুর রহমান বাবু, সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, অধ্যাপক আব্দুস সবুর, যুগ্ম সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, সাংগঠনিক সম্পাদক আল্লামা আজাদ ইকবাল লাবুসহ বিরল ও বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি বিরল উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, এ নির্বাচন বড় চ্যালেঞ্জিং নির্বাচন। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা ও নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। এর পর তিনি বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে সন্মান প্রদর্শন করে বিশেষ দোয়ায় অংশ নেন। সকালে তিনি বোচাগঞ্জ সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট অনুরুপ মনোনয়ন পত্র দাখিল করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ