Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

পঞ্চগড়ের জাগপার মনোনয়নপত্র জমা

পঞ্চগড় জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

পঞ্চগড়ে দুইটি নির্বাচনী আসনেই ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় গণতান্ত্রিক দলের (জাগপা) পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। জাগপা মনোনিত প্রার্থীরা হলেন- জাগপার প্রতিষ্ঠাতা মরহুম সফিউল আলম প্রধানের মেয়ে তাসমিয়া প্রধান এবং ছেলে রাসেদ প্রধান।

সোমবার দুপুরে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের হাতে পঞ্চগড়-২ আসনে মনোনয়নপত্র জমা দেন ব্যারিস্টার তাসমিয়া প্রধান। এ সময় তার সাথে জেলা জাগপার কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে রোববার পঞ্চগড়-১ আসনে রাসেদ প্রধান মনোনয়নপত্র পত্র দেন। এ সময় তাসমিয়া প্রধান সাংবাদিকদের বলেন, পঞ্চগড়ের দুইটি আসনেই দলের পক্ষ থেকে নমিনেশন জমা দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ