রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঠাকুরগাঁও-২, চট্টগ্রাম-৪ ও চাঁপাইনবাবগঞ্জ-১ নৌকার মনোনয়ন পাওয়ায় প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা ও আনন্দ মিছিল করে নেতাকর্মীরা। এসংক্রান্ত আমাদের সংবাদদের পাঠানো রিপোর্ট
ঠাকুরগাঁও সংবাদদাতা জানান, দলের পক্ষ থেকে আবারো ৬ বার নির্বাচিত প্রার্থীকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়ায় ঠাকুরগাঁও-২ আসনের এমপি আলহাজ্ব দবিরুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন জেলা আ’লীগের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে ফেরার পথে ঠাকুরগাঁও জেলা আ’লীগ কার্যালয়ের সামনে তাকে বরণ করে নেয় নেতাকর্মীরা।
এসময় দবিরুল ইসলাম বলেন, দেশের উন্নয়নে ও জননেত্রী শেখ হাসিনার ইচ্ছা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। তাই প্রতিটি ভোটাদের কাছে এ সরকারের উন্নয়ন কথা জাননোসহ ভোট প্রার্থনার জন্য প্রস্তুতি থাকার আহবান জানান।
সীতাকুন্ড (চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা জানান, চট্টগ্রাম-৪ সীতাকুন্ড আসনের দিদারুল আলম এমপি মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীরা উল্লাসে মেতে উঠেন। সোমবার বেলা ১১টায় তিনি মনোনয়নপত্র নিয়ে সীতাকুন্ডে এসে পৌঁছালে উপজেলার বড় দারোগার হাট থেকে শুরুকরে সিটি গেইট পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার জুড়ে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ মহাসড়কের রাস্তার উভয় পাশে সারিবদ্ধভাবে দাড়িয়ে এমপি দিদারকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দীন ছাবেরী,উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইসহাক,সহ-সভাপতি গোলাম রাব্বানি, উত্তর জেলা আ’লীগ নেতা মোঃ ইদ্রিস, বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেহান উদ্দিন রেহান,ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর,জাহেদ হোসেন নিজামী(বাবু),মোঃ নাজিম উদ্দিন,মোর্শেদুল আলম চৌধুরী, পৌরসভার কাউন্সিলর জুলফিকার আলী মাসুদ শামীম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাহেদ চৌধুরী ফারুক, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।এ বিষয়ে জানতে চাইলে দিদারুল আলম এমপি বলেন, আমি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার একজন কর্মী মাত্র। জননেত্রী শেখ হাসিনা জনগনের সেবা করার সুযোগ দিয়েছেন। তিনি আবারো আমাকে মনোনয়ন দিয়ে আস্তা রেখেছেন। এজন্য আমি তাঁর প্রতি কৃতজ্ঞ। মনোনয়নপত্র হাতে পেয়ে জাতির পিতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছি। তাই মহামানবের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ছুটে গিয়েছি। অতীতেও সীতাকুন্ডবাসী আমার পাশে ছিলো,আশা করি আগামীতেও সবাই আমার পাশে থাকবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সকলকে নৌকায় ভোট দেয়ার জন্য অনুরোধ জানান।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, জাতীয় নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুলকে গতকাল মঙ্গলবার দুপুরে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে ফুলেল দিয়ে বরণ করেছে দলীয় নেতাকর্মীরা। এ সময় শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল খাঁন, সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক এস জাহান মুকুল, যুবলীগ নেতা নয়ন খাঁন, মিজানুর রহমান, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব আকবর হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মজনু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ আহসান, ছাত্রলীগ নেতা শাহরিয়ার আহমেদ সোহেল, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিন্নুর রহমান, দুলর্ভপুর ইউপি সাবেক চেয়ারম্যান আবু আহমেদ নজমুল কবির মুক্তা, উজিরপুর ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন, সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক সমন্বয় কমিটির সভাপতি সাদেকুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক সেনাউল ইসলামসহ সহযোগী সংগঠনগুলোর নেতারা। রাজশাহী থেকে সড়ক পথে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আসার সময় রাণীহাটি এলাকায় কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। পরে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে তার পিতা সাবেক সাংসদ মরহুম মইনুদ্দিন আহমেদের কবর জিয়ারত করেন। এ সময় ডাঃ শিমুল বলেন, ‘মাননীয় সভানেত্রী আমার প্রতি আস্থা রেখেছেন। আশাকরি নৌকার বিজয়ের মধ্যদিয়ে নেত্রীর এই ভালবাসার প্রতিদান দিতে পারব।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।