রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোপালগঞ্জের কোটালীপাড়ায় রাইসুল ইসলাম জিসান (৯) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে কোটালীপাড়া থানা পুলিশ কোটালীপাড়া উপজেলার লোহারঅংক গ্রামের সরকারি হাঁসের হ্যাচারির পাশ থেকে ওই স্কুল ছাত্রের লাশ উদ্ধার করে।
নিহত স্কুল ছাত্র রাইসুল ইসলাম জিসান তারশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। সে তাড়াশী বগলবাড়ি গ্রামের ফজলুল হক মোল্লার ছেলে।
কোটালীপাড়া থানার ওসি মোঃ কামরুল ফারুক জানান, সোমবার সকালে নাস্তা খেয়ে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় জিসান। তারপর আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্নস্থানে খোঁজাখুজি করেও পরিবারের সদস্যরা তার সন্ধান পায়নি। মঙ্গলবার স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপতালে পাঠিয়েছে। লাশের পাশেই তার সইকেলটি পড়ে ছিলো। ওসি কামরুল ফারুক বলেন, ধারনা করা হচ্ছে সাইকেল চালানো শিখতে গিয়ে সাইকেল থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে জিসান মারা গেছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।