রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্রের মুখে পথরোধ করে টাকা ছিনিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এতে বাঁধা দিলে পরিবারের নারী সদস্যকে শ্লীলতাহানী ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে উপজেলার দক্ষিণবাগ বেইলার টেক এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হাজী নুরু মিয়া জানান, গত সোমবার রাতে তার ছেলে হাজী জয়নাল মিয়া বাগবের বাজার এলাকায় রড সিমেন্ট ক্রয়ের উদ্দেশ্যে দেড় লাখ টাকা নিয়ে যাওয়ার সময় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্রের মুখে একই এলাকার সুরজা মিয়ার ছেলে জুলহাস (৪৫),মৃত কেরু মিয়ার ছেলে শুক্কর (৪৩),মজিবুর (৪৫),মনির(৩৫), কামরুল,আবুল হোসেনের ছেলে কবির (৩৫) সহ অজ্ঞাত ৬/৭জনের একটি সংঘবদ্ধ প্রতিপক্ষের লোকজন গতিরোধ করে হামলা চালায়। এ সময় সাথে থাকা দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়। শুধু তাই নয় , এতে বাঁধা দিলে কুপিয়ে রক্তাক্ত জখম করে জয়নালকে। খবর শুনে জয়নালের স্ত্রী মোর্শেদা বেগম, ভাতিজা স্ত্রী সুফিয়া বেগম, ও স্ত্রী জামিলা বেগমসহ পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদেরকে বেঁধড়ক পিটিয়ে আহত করে। এ সময় আহত নারী সদস্যদের শ্লীলতাহীনতা ঘটায় হামলাকারীরা। পরে স্থানীয়রা উদ্ধারে এগিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ বিষয়ে রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। এদিকে মঙ্গলবার সকালে মামলা রুজু করায় প্রতিপক্ষের লোকজন বানোয়াট মামলা দিয়ে ফাঁসানোর জন্য নিজেরাই নিজেদের জমির গাছ কেটে ফেলেছে বলে জানান নুরু মিয়া। স্থানীয়রা জানায়, নুরু মিয়া ও জুলহাস মিয়াদের সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে।
অভিযুক্ত জুলহাস মিয়া বলেন, জয়নাল মিয়াদের সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। তবে হামলা ও ছিনতাইয়ের সাথে আমরা জড়িত নই।
এ প্রসঙ্গে রূপগঞ্জ থানার (ওসি) মনিরুজ্জামান বলেন, এ ধরনের অভিযোগ পেয়ে তদন্তপূর্বক মামলা নেয়া হয়েছে। জড়িতদের আইনের আঁওতায় আনা হবে। তাদের খোজে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।