Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

স্কুলছাত্র হত্যা মামলায় ৪ জনের ফাঁসি ৩ জনের যাবজ্জীবন

সাটুরিয়া (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

মানিকগঞ্জের সিঙ্গাইরে এক স্কুলছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে ৬ টুকরা করে হত্যা ও লাশ গুমের দায়ে চারজনের ফাঁসি ও তিনজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে মৃতুদন্ডপ্রাপ্ত চার আসামির মধ্যে তিনজন ও সাজাপ্রাপ্ত তিনজনের মধ্যে দুইজন এবং খালাস পেয়েছেন একজনের উপস্থিতিতে জেলা ও দায়রা জজ শহীদুল আলম ঝিনুক এই রায় দেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলো, রাকিবুল, সুলতান, সোহেল ও রফিক এবং যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামিরা হলো, রুবেল, সজীব ও আকিবুল। এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে শরীফুলকে। হত্যাকান্ডের পর থেকে সুলতান ও সজীব পলাতক আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ