Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধুখালীতে গ্র্যাচুইটি প্রদানের দাবিতে সমাবেশ

মধুখালী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ফরিদপুরের মদুখালীতে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মধুখালী প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারিদের গ্রাচ্যুইটি প্রদানের দাবীতে মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারিদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারি কল্যাণ সমিতির আহবায়ক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শেখ মো. আবু তালেব, সমরেন্দ্রনাথ বসু, সৈয়দ এটিএম মাসউদ, মো. জহুরুল হক, আনোয়ার চৌধুরী, বিকাশ পোদ্দার, চীকুর রঞ্জন সাহা প্রমুখ।
বক্তাগণ জানান, ২০১৪ সালে এক মামলায় মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে ও অর্থ মন্ত্রনালয়ের অফিস আদেশ অনুযায়ী তাদের গ্রাচ্যুইটি অর্থ পাওয়ার কথা। কিন্তু দীর্ঘ দিন যাবৎ তারা কোন গ্রাচ্যুইটি পাচ্ছে না। ইতিমধ্যে অনেকের মৃত্যু হয়েছে। অনেকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আছে অর্থের অভাবে তারা চিকিৎসা করতে পারছেন না।

তারা আর জানান, করপোরেশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসেম গং বাদী হয়ে চিনি শিল্প করপোরেশেনের সচিব মো. মোশাররফ হোসেন গংকে বিবাদী করে মহামান্র সুপ্রিমকোর্টের আপিল ডিভিসন আদালতে কোর্ট অবমানার মামলা দায়ের করেছেন। মামলা নং ১৫/২০১৬। ইতিমধ্যে গত ১ নভেম্বর ২০১৮ মহামান্য আদালত কেন গ্রাচ্যুইটির অর্থ দেওয়া হচ্ছে না মর্মে করপোরেশনের সচিব সহ ৭জনকে নোটিশ প্রদান করেছেন।
তারা এই বৃদ্ধ বয়সে অর্থের অভাবে মানবতার জীবন যাপন করছেন। অনতিবিলম্বে তাদের গ্রাচ্যুইটি প্রদানে দাবী জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ