Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

খুলনায় মনোনয়নপত্র জমা দিলেন যারা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৮, ৬:১২ পিএম

 

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য খুলনায় মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা।
মঙ্গলবার দুপুরে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এ মনোনয়নপত্র গ্রহণ করেন।
প্রথমে খুলনা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ সালাউদ্দিন জুয়েল ও খুলনা-৪ আসনে সাবেক তারকা ফুটবলার সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন- খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, খুলনা চেম্বার সভাপতি কাজী আমিনুল হক, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ, খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোল্লা জালাল উদ্দীন প্রমুখ।
পরে খুলনা-৩ আসনে ঐক্যফ্রন্ট থেকে অ্যাডভোকেট আ ফ ম মহসিন (জেএসডি) ও খুলনা-৬ আসনে আইয়ুব আলী কাজী মনোনয়নপত্র জমা দেন। এছাড়া খুলনা-২ আসনে জাকের পার্টি মনোনীত এম ইদ্রিস আলী খান বিল্টু মনোনয়নপত্র জমা দেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনায়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ