Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্মার্টফোন ও ট্যাব এক্সপো নিয়ে ব্যাপক প্রস্তুতি

প্রকাশের সময় : ৪ মে, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : ৬ মে স্মার্টফোন ও ট্যাব এক্সপো নিয়ে ব্যাপক প্রস্তুতি চলছে। চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই স্মার্টফোট ও ট্যাব এক্সপো-২০১৬। নগরের ‘হল টুয়ান্টিফোরে’ দুই দিনের স্মার্টফোট ও ট্যাবলেট কম্পিউটার মেলা সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন প্রধান অতিথি হিসেবে থেকে উদ্বোধন করবেন। আয়োজক সংস্থা এক্সপো মেকারের হেড অব অপারেশন ও মেলার সমন্বয়কারী নাহিদ হাসনাইন সিদ্দিকী বলেন, ‘মেলায় বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাবে। এরমধ্যে স্যামসাং, সিম্ফনি, হুয়াওয়ে, হেলিও, আসুস, শাওমি, গ্যাজেট গ্যাং সেভেন, ওয়ান প্লাস, লাভা, ইউসিসিসহ প্রায় ১৭-১৮টি ব্র্যান্ড থাকবে। মেলা উপলক্ষে প্রায় সব ব্র্যান্ডেই ক্রেতাদের জন্য ছাড় ও বিশেষ পুরস্কারের ব্যবস্থা থাকবে। মেলায় ১৪টি স্টল বসবে।’ এবার মেলা উপলক্ষে স্মার্টফোন ও ট্যাব এক্সপোর অফিসিয়াল ফেসবুক পেজে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। এতে বিজয়ীদের উপহার দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্মার্টফোন ও ট্যাব এক্সপো নিয়ে ব্যাপক প্রস্তুতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ