Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাকৃবিতে ট্রেনে কাটা পড়ে এক অবসরপ্রাপ্ত কর্মচারীর মৃত্যু

বাকৃবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৮, ৫:১৭ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অভ্যন্তরস্থ আব্দুল জব্বার মোড় রেল ক্রসিং এ ট্রেনে কাটা পড়ে বিশ্ববিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত কর্মচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতের দিকে ময়মনসিংহ রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ।

ময়মনসিংহ রেলওয়ে পুলিশের ওসি মো. মোশাররফ হোসেন জানান, ট্রেনে কাটা পড়া ব্যক্তির নাম আব্দুল কাদের জিলানী (৫০)। তিনি ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের বাসিন্দা। মঙ্গলবার ভোররাতে জব্বারের মোড় রেল ক্রসিং থেকে আমরা তার লাশ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের কাজ চলছে। তবে তিনি কখন মারা গিয়েছেন প্রাথমিক ভাবে তা জানা যায় নি। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আব্দুল কাদের বাকৃবির শহীদ নাজমুল আহসান হলে মালী হিসেবে কাজ করতেন। মানসিক সমস্যার কারণে তিনি ২০০৮ সালে অবসরে যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেনে কাটা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ