পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বৈষম্যহীন কর্মক্ষেত্র নিশ্চিত করার জোর দাবী জানিয়েছে গার্মেন্টেস খাতে কর্মরত নারী শ্রমিকসহ অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক নেতারা। নারী শ্রমিকের জন্য বৈষম্যহীন কর্মক্ষেত্র নিশ্চিতে সরকার ও মালিককে আরো আন্তরিক এবং উদ্যোগী ভূমিকা পালনের আহবান জানিয়েছে। গত ২৩-২৪ নভেম্বর দু’দিনব্যাপী বেসরকারি সংস্থা সেইফটি এন্ড রাইটস সোসাইটি, কর্মজীবী নারী, আওয়াজ ফাউন্ডেশন এবং একশন এইড বাংলাদেশ’র শ্রমিক প্রকল্পের আওতায় ঢাকা নগরীর বিভিন্ন এলাকায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে নিরাপদ ও নারীবান্ধব কর্মক্ষেত্র ক্যাম্পেইন কর্মসূচি উদযাপিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।