Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি -প্রিন্সিপাল ইউনুছ আহমাদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, নির্বাচনকে অর্থবহ ও গ্রহণযোগ্য করতে সকল অবৈধ অস্ত্র উদ্ধারে শক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সন্ত্রাস, কালো টাকা ও পেশীশক্তি নির্ভর রাজনীতি নিষিদ্ধ করে এসব অপশক্তিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। তিনি বলেন, সরকারি বেসরকারি সকল মিডিয়ায় সকল দলের সমান প্রচারণা নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করতে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। তাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি এবং সকল দলের সমান অধিকার নিশ্চিত করার দায়িত্ব ইসি’র। তিনি নির্বাচনের দিন বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েন দাবি করেন। নির্বাচনের আচরণবিধি অমান্য করে আওয়ামী লীগের প্রার্থীরা নিজ নিজ এলাকায় এখনো জোর প্রচারণা চালাচ্ছে। এ ব্যাপারে নির্বাচন কমিশন কোন পদক্ষেপ নিচ্ছে না। অথচ নির্বাচনের দোহাই দিয়ে ওয়াজ মাহফিল বন্ধের সিদ্ধান্ত মুসলিম জনতার অনুভুতিতে আঘাত দেয়া হয়েছে। ওয়াজ মাহফিলে উপর নিষেধাজ্ঞা বাতিল না করলে ভোটের ক্ষেত্রে সরকারই ক্ষতিগ্রস্ত হবে। ৯৫ ভাগ মুসলমানের দেশে নির্বাচনের অজুহাতে ওয়াজ মাহফিল নিষেধ হতে পারে না। শীতের মওসুম ধর্মীয় ওয়াজ মাহফিলের সময়। এসময় দেশের কওমী মাদরাসাগুলো বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করে এলাকার জনগণকে দীনের পথের দিশা দিয়ে থাকেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ