Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিবেট ফর ডেমোক্র্যাসির উদ্যোগ: ৩ দৃষ্টি-প্রতিবন্ধীকে চাকরি দিলেন অনন্ত জলিল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ডিবেট ফর ডেমোক্র্যাসির উদ্যোগে দৃষ্টিপ্রতিবন্ধী তিন বিতার্কিককে চাকরিতে যোগদানের নিয়োগপত্র তুলে দেয়া হয়েছে। সম্প্রতি এফডিসিতে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে নিয়োগপত্র যৌথভাবে তুলে দেন চিত্রনায়ক অনন্ত জলিল, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ও চিত্রনায়িকা বর্ষা। ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শিক্ষাজীবন সমাপ্ত করে অনন্ত জলিল গ্রুপে চাকুরি পাওয়া তিন দৃষ্টি প্রতিবন্ধী বিতার্কিকরা হলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রিপা তাবাসসুম, সমাজবিজ্ঞান বিভাগের পারুল বেগম এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পারভীন আক্তার। চাকুরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আর কদিন পরেই একাদশতম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি দল যেন তাদের নির্বাচনী ইশতেহারে প্রতিবন্ধীদের সুরক্ষামূলক বিভিন্ন কর্মপরিকল্পনা ও উদ্যোগের কথা উল্লেখ করে। চাকরিতে প্রতিবন্ধীদের জন্য কোটা সংস্কার নিয়ে যে ধুম্রজাল তৈরি করা হয়েছে তার অবসান করে আমরা আশা করি প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহারে অত্যন্ত স্পষ্টভাবে প্রতিবন্ধী জনগোষ্ঠীর কর্মসংস্থানের জন্য সরকারি বেসরকারি সর্বক্ষেত্রে কমপক্ষে ৩ শতাংশ চাকরি প্রদানের কথা উল্লেখ করবেন। আগামী জাতীয় সংসদে প্রতিবন্ধীদের দাবি-দাওয়া আদায়ের জন্য প্রয়োজনে নতুন বিল উত্থাপন করে প্রতিবন্ধীদের জন্য ৩ থেকে ৪টি সংরক্ষিত আসন রাখা উচিত বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে আরও বক্তব্য রাখে শিল্প উদ্যোক্তা সুমন ফারুক, অধ্যাপক আবু রইস, ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন ও লে. কর্ণেল (অব.) জুলফিকার আলী মজুমদার। তিনি বলেন, দৃষ্টিহীন শিক্ষার্থীদের নিয়ে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে গিয়ে দেখি সব যোগ্যতা থাকা সত্তে¡ও কর্মেপ্রবেশে তাদের নানা বৈষম্যের শিকার হতে হয়। সেই থেকে আমরা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কর্মসংস্থানের চেষ্টা করছিলাম। এরই ধারাবাহিকতায় আজ তিন জনের মধ্যে চাকরি প্রদান করা হয়। অনুষ্ঠানে চিত্রনায়ক, প্রযোজক, পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিল বলেন, আমরা প্রথম পর্যায়ে এই তিনজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে চাকুরির সনদপত্র তুলে দিতে পেরে আনন্দিত। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আমাদের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। ভবিষ্যতে খুব দ্রুত আরো কয়েকজনকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি অন্যান্য বিত্তবান ও উদ্যোক্তাদের প্রতিবন্ধীদের জন্য যার যতটুকু সম্ভব কর্মসংস্থানের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক প্রতিবন্ধী শিক্ষার্থী উপস্থিত ছিলেন ।



 

Show all comments
  • Mijan ১৭ অক্টোবর, ২০১৯, ৩:৫৬ পিএম says : 0
    Sir,i am interested to inbox
    Total Reply(0) Reply
  • Mijan ১৭ অক্টোবর, ২০১৯, ৩:৫৬ পিএম says : 0
    Interested
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ