Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজয় দিবসের নাটক পতাকা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনার জাগরণ এবং ব্যস্ত শহরে মুক্তিযুদ্ধ ও দেশ মাতৃকার প্রতি ভালোবাসার আকুতি কতটুকু এমন প্রশ্ন উপজীব্য করে নির্মিত হয়েছে নাটক ‘পতাকা’। সাংবাদিক-নাট্যকার রুদ্র মাহফুজের রচনা ও এই প্রজন্মের আলোচিত নির্মাতা কাজী সাইফ আহমেদের পরিচালনায় বিজয় দিবসের বিশেষ এই নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা তৌসিফ মাহবুব ও সাফা কবির। সম্প্রতি উত্তরা, ৩০০ ফিট, শাহবাগ সহ ঢাকার বেশ কয়েকটি লোকেশনে নাটকটির দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে। কাজী সাইফ আহমেদ বলেন, ‘মুক্তিযুদ্ধ শুধু আমাদের হৃদয়ে নিরন্তর সৃজনের বীজ রোপিতই করে দেয়নি বরং যেকোনো সৃজনশীল মানুষের জন্য নতুন চিন্তার নবীন দরজাও উম্মুক্ত করে দিয়েছে। বিশেষ করে শরাফত ও মালেকা চরিত্র দিয়ে তৌসিফ ও সাফা গতানুগতিক ধারা থেকে বের হয়েছেন এবং নিজেদের ভাঙতে পেরেছেন। পতাকা নাটকটিতে নাট্যকার, অভিনেতা, অভিনেত্রী প্রত্যেকেই মুনশিয়ানার পরিচয় দিয়েছেন। যান্ত্রিক জীবনে দেশকে নিয়ে কাক্সিক্ষত ভালোবাসাটুকু কখন যে অশ্রুতে থমকে যায় এবং মৃত্যুঞ্জয়ী শত-সহস্র বীরের যুদ্ধজয়ের স্বপ্ন অজান্তেই শৃঙ্খলিত হয়ে পরে, তা এই নাটকে দেখা যাবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা নতুনভাবে জাগ্রত হওয়ার উদ্দীপনাও ব্যক্ত হয়েছে।’ ফেক্টর থ্রি সলিউশনস্ এর ব্যানারে নির্মিত এবং রাসেল সিদ্দিকী প্রযোজিত ‘পতাকা’ নাটকটি আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে নাগরিক টিভিতে প্রচার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ