Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেছারাবাদে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

নেছারাবাদ উপজেলার দৈহারী ইউপি চেয়ারম্যান প্রগতি মন্ডলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন তারই পরিষদের ৯ জন সদস্য। চেয়ারম্যান প্রগ্রতি মন্ডল ইউনিয়নের ভাতাভোগীদের কাছ থেকে উৎকোচ গ্রহণ করা, উন্নয়ন কাজে দুর্নীতিসহ নানা ধরনের দুর্নীতি করে চলছেন বলে অভিযোগ তুলে সদস্যরা ওই অনাস্থা প্রস্তাব এনেছেন। ওই ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল ছত্তারসহ ৯ জন ইউপি সদস্য অনাস্থা প্রস্তাব এনে পিরোজপুর জেলা প্রশাসকের কাছে এক লিখিত অভিযোগে দুর্নীতিবাজ চেয়ারম্যান প্রগতি মন্ডলকে অপসারণের দাবি জানান। সদস্যদের লিখিত অভিযোগে জানা যায় ইউপি চেয়ারম্যান প্রগতি মন্ডল ভিজিএফ, ভিজিডি, বয়স্ক ও বিধবা ভাতা প্রদানে সদস্যদের মতামত গ্রহণ করেন না। প্রগতি মন্ডল রাজনৈতিক প্রভাব খাটিয়ে এককভাবে ভাতাভোগীদের তালিকা করার নামে তাদের কাছ থেকে ঘুষ নেন বলেও অভিযোগ আনা হয়। এলজিএসপিসহ টিআর, কাবিটার প্রকল্প দেয়ার ক্ষেত্রে সদস্যদের জানানো হয় না এবং কাজ না করেই সরকারি অর্থ আত্মসাত করেন চেয়ারম্যান প্রগতি। হাট বাজারের রাজস্ব খাতের টাকায় বিভিন্ন প্রকল্প দেখিয়ে কাজ বাস্তবায়ন না করেই টাকা তুলে নেয় বলে অভিযোগ করা হয়। ইউপি সদস্যদের আনা এসব দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অস্বীকার করেন ইউপি চেয়ারম্যান প্রগতি মন্ডল। চেয়ারম্যান প্রগতি বলেন একে তো তিনি মহিলা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের লোক হওয়ায় কিছু চতুর ইউপি সদস্য তাদের চাহিদা মতো সুবিধা না পেয়ে তাকে হয়রানি করার জন্য মিথ্যা অপবাদ দিচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ