Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ অচিরেই ইসলামী রাষ্ট্র হবে -গোলামুর রহমান আশরাফ শাহ (মা.জি.আ.)

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

রাউজান পশ্চিম ডাবুয়া আমির চৌধুরী জামে মসজিদ ময়দানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল সুন্নি সম্মেলন গত রোববার রাতে অনুষ্ঠিত হয়েছে। ইমাম আলা হযরত (রহ.) ও শেরেবাংলা (রহ.) স্মৃতি সংসদের ব্যবস্থাপনা এবং এলাকাবাসীর সহযোগিতায় সম্মেলনে সভাপতিত্ব করেন লেখক ও অধ্যাপক আল্লামা নুর মোহাম্মদ রেজভী।

সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা পেয়ার মুহাম্মদের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বেতাগী দরবারের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত আলহাজ আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ (মা.জি.আ.)। তকরির করেন মুফাচ্ছিরে কুরআন আলহাজ আল্লামা গাজী শফিউল আলম নেজামী, মাওলানা হাসান বিন-নূরী, মাওলানা আবুল বশর মাইজভান্ডারী। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দু রহমহমান চৌধুরী, এতে এলাকাবাসীর পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মুহাম্মদ আবু তৈয়ব ও দ্য প্যানিনসুলার অডিট ম্যানেজার মুহাম্মদ নুরুল হায়দার। এতে উপস্তিত ছিলেন মাওলানা জামাল উদ্দিন হোসাইনী, মাওলানা নুরুল ইসলাম রেজভী, মাওলানা হাফেজ নুরুল আবছার, শিক্ষানুরাগী মুহাম্মদ আবদুস ছালাম মাস্টার, মুহাম্মদ আবদুল মালেক মেম্বার, সমাজসেবক আবুল বশর চৌধুরী, ফরিদুল আলম, ছাত্রসেনার তাজ মোহাম্মদ রেজভী, শায়ের ওসমান গণী, রফিক সওদাগর, মুহাম্মদ নুরুল আলম (আয়ুব), জানে আলম মাস্টার, আবুল ফজল, সিরাজুল ইসলাম, প্রবাসী শফিউল আজম, হক কমিটির মুহাম্মদ নাজিম উদ্দিন (কালু), সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীর আলম, নাজিম উদ্দিন ড্রাইভার মাইজভান্ডারী, ওসমান গনী, শাকিল, হাবিব, আশিক, আরাফাত, বাবু প্রমুখ।


এতে আলহাজ আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ বলেন, বর্তমান যুবসমাজকে ভালো কাজে সম্পৃক্ত করতে কুরআন-সুন্নাহর বিকল্প কোনো পথ নেই। আহলে হাদিস তথা বাতিল ফিরকাহ থেকে যুবসমাজসহ সরলপ্রাণ মুসলমানকে বাঁচাতে হলে কুরআন-হাদিসের সঠিক ব্যাখ্যা প্রচার করতে হবে। মহিষ-গরু জবাই করে খেলাম আর ঘুমে থাকলাম এটা দিয়ে সুন্নিয়ত প্রতিষ্ঠা হবে না। তরিকতের পীরসহ সমস্ত আলেম-ওলামা ও মুসলমানরা মাঠে-ময়দানে স্বশরীরে নেমে কাজ করলে সহসা বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি সকল পীর, ওলামা, মাশায়েখেসহ সর্বস্তরের সুন্নি মুসলমানদের কাছে গন্ডির মধ্য সীমাবদ্ধ না থেকে সুন্নিয়তের বড় স্বার্থে মাঠে ময়দানে এসে কর্মীর ভূমিকা পালনের আহ্বান জানান। পরে মিলাদ কিয়াম, মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ