Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজদিখানে ৮ দোকান পুড়ে ছাই

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার তালতলা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত রোববার রাত সাড়ে ১২টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পাইকারি-খুচরা মুদি দোকান, কীটনাশক ও সারের দোকান, মুদি মালের গোডাউন ও কাঠের দোকানসহ আটটি দোকান ভস্মিভ‚ত হয়েছে। এ সময় ক্ষতিগস্ত হয়েছে আরো পাঁচটি দোকান। সব মিলিয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকাবাসী ও শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিটের চেষ্টায় এবং পুলিশের সহযোগিতায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বাজারের ব্যবসায়ীরা জানান, মধ্যবাজারের নজরুল ইসলামের কাঠের দোকানের বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে পশ্চিম দিকে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার এক ঘন্টা পরেই ফায়ার সার্ভিসের একটি দল দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে শাহজাদা, মোকলেস, সুশান্ত কুন্ডু, নিখিল নন্দি, মো. কামালের মুদি দোকান, আ. রশিদ শেখ ও শাহালম মাঝির কীটনাশক সারের দোকান, নজরুল ইসলামের কাঠের দোকানসহ আটটি দোকান ভস্মিভ‚ত হয়।
তারা আরো জানান, আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে কাজীরবাগ গ্রামের বিল্লাল খান ও গোড়াপী পাড়া গ্রামের মো. সজলসহ চারজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ