Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

কেরানীগঞ্জে গণহত্যা দিবস পালিত

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ঢাকার কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ঘাটাচর গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ঘাটারচর ’৭১-এর শহীদ পরিবারের স্মৃতি সংসদের উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবস পালনে গতকাল খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের নেতৃত্বে স্থানীয় আ.লীগের নেতারা ঘাটারচরে শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়। পরে ঘাটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদদের স্মরণে এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ১৯৭১ সালে ২৫ নভেম্বর ঘাটারচরের গণহত্যা একটি পৈচাশিক ঘটনা। এই গণহত্যার বিষয়ে মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ বাদী হয়ে যে মামলাটি করেছিলেন, সেই মামলায় কাদের মোল্লার ফাঁসি হয়েছে। উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে পাকহানাদার বাহিনী ঘাটারচরে মুক্তিযোদ্ধাসহ ৫৭ জন মানুষকে নির্বিচারে গুলি হত্যা করে। ঘাটারচর কবরস্থানে সে সময় ৩৪ জনকে একই কবরে সমাহিত করা হয়। ঘাটারচর ’৭১-এর শহীদ পরিবার স্মৃতি সংসদের সভাপতি অ্যাডডভোকেট এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা-২ আসনের নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির আহ্বায়ক শফিউল আযম খান বারকু, সদস্য সচিব ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক হাজী আবু সিদ্দিক, বাকুর্তা ইউপি চেয়ারম্যান হাজী আনোয়ার হোসেন, আইকে শাহীন বাংলাদেশ আ.লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, হযরতপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. আলা উদ্দিন, মো. জসিম উদ্দিন ও শাক্তা ইউপি আ.লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক আখের হোসেন আখী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ