রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ষষ্ঠ বারের মতো চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) নির্বাচনী আসনের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ষষ্ঠবারের মতো আ.লীগের মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীরা আনন্দ উল্লাস ও মিস্টি বিতরণ করেছেন। গত রোববার মনোনয়ন পাওয়ার খবরটি এলাকায় পৌঁছলে এ নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ শুরু হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আ.লীগের মনোনয়ন পেয়েছেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম তার নির্বাচনী এলাকায় উন্নয়নের মডেল সৃষ্টি করেছেন। মতলববাসীর জন্য মতলব সেতু নির্মাণ, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, উপজেলা শিল্পকলা একাডেমি ভবন নির্মাণ, কাচা-পাকা রাস্তা নির্মাণ, উপজেলা হাসপাতালের পরিধি বৃদ্ধি ও নতুন ভবন নির্মাণ, শিক্ষাপ্রতিষ্ঠান নির্মান, ব্রিজ-কালভার্ট নির্মাণ, রাস্তা ও প্রতিষ্ঠানে সোলার লাইট স্থাপন, আশ্রয়ন প্রকল্প, গুচ্ছগ্রাম ও বীর নিবাস নির্মাণ, অসহায় পরিবারকে সহায়তা প্রদানসহ ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করেছেন। এ ছাড়া স্থাপিত হচ্ছে মতলবের মেঘনার চরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, আধুনিক বীজাগার, ফরাজীকান্দিতে আইসিটি পার্ক।
মায়া চৌধুরীর কাছে মতলববাসীর এখন শুধু দাবি কালিপুর-ভবেরচর ব্রিজ। যার প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৬০০ কোটি টাকা। ব্রিজ নির্মাণের জন্য সয়েল টেস্টের কাজ ইতোমধ্যেই সম্পন্ন। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, এবার নির্বাচিত হলে তার প্রথম কাজ হবে ব্রিজটি নির্মাণ করা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।