রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সিলেটের বিশ্বনাথে অগ্নিকান্ডে ৪টি গরুসহ সর্বস্ব পুড়ে ছাই হলো এক কৃষক পরিবারের। ঘটনাটি গতকাল ভোর রাতে উপজেলা সদরের পার্শ্ববর্তী মুফতির গাঁও গ্রামের হাবিবুর রহমান সারোয়ার নামের কৃষকের বাড়িতে ঘটে। গোয়াল ঘর সহ দুটি টিনশেড দালান কোটা পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখায় দগ্ধ হয়ে ৩টি গাভী ও একটি বাছুর মারা যায়। এ সময় ঘরে থাকা সেচ পাম্প, টিভি, ফ্রিজসহ সকল আসবাবপত্র পুড়ে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হতে পারে বলে এলাকাবাসীর ধারণা।
তবে আগুনের সূত্রপাত জানা না গেলেও কৃষক সারোয়ারের দাবি তার ঘরে কেউ অগ্নিসংযোগ করেছে। আর এ অগ্নিকান্ডে প্রায় ৮-১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিকান্ডের ঘটনাকে মর্মান্তিক দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার বলেন, বর্গাচাষী ওই কৃষককে সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদনসহ প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।