Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ওয়ারেন্ট ও মালামাল ক্রোকের আদেশ থানায় ফাইলবন্দী আসামি ধরতে পুলিশের অনীহা!

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

চার মাসেও পুলিশ আটক করতে পারছেনা কুমিল্লার চাঞ্চল্যকর মনির চেয়ারম্যান হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত প্রধান আসামি আ.লীগ নেতা ও তিতাস উপজেলা ভাইসচেয়ারম্যান সোহেল সিকদারকে। তিতাস থানায় ওয়ারেন্ট ও মালামাল ক্রোকের আদেশ ফাইলবন্দী হয়ে রয়েছে। ওয়ারেন্ট থাকা সত্তে¡ও রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশ সোহেল সিকদারকে গ্রেফতারে অনীহা দেখাচ্ছে। আর এমনটিই দাবি নিহত মনির চেয়ারম্যান পরিবারের।

গতকাল সোমবার মামলার বাদী তাহমিনা আক্তার কুমিল্লা প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে অভিযোগে জানান, আসামি সোহেল শিকদারের বিরুদ্ধে মনির চেয়ারম্যান হত্যা মামলার ওয়ারেন্ট ও মালামাল ক্রোকের আদেশ পড়ে রয়েছে। কিন্তু পুলিশ তাকে ধরছে না। সে প্রকাশ্যে ঘুরছে, উপজেলা অফিসে বসছে, রাজনৈতিক প্রভাব বিস্তার করে বাদী, সাক্ষীদের হুমকি ধমকি দিচ্ছে। পুলিশ তৎপর হলেই তাকে গ্রেফতার করতে পারে। কিন্তু এ ব্যাপারে পুলিশের অনীহা কেন বোধগম্য নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ