রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সাহিত্য সাংস্কৃতিক সচিব মাওলানা ছোলাইমান খান রাব্বানীকে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী ঘোষণা করা হয়েছে। গতকাল বিকালে চুনারুঘাট উপজেলা কার্যালয়ে এক নির্বাচনী প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা মুফতি মুসলিম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদীয় প্রার্থী মাওলানা ছোলাইমান খান রাব্বানী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের চুনারুঘাট উপজেলার সহ-সভাপতি কাজী মাওলানা আবুল খায়ের শানু। জেলা তথ্যও প্রযুক্তি সচিব মাওলানা আব্দুল কাইয়ুম তরফদার, জেলা কৃষি বিষয়ক সম্পাদক মো. আব্দুল ওয়াহেদ বাচ্চু, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আ. জাহির, উপজেলা ইসলামী ফ্রন্ট সাধারণ সম্পাদক মাওলানা মো. ইয়াকুত মিয়া, কাজী মাওলানা মো. আ. হাই, উপজেলা যুব সেনা সভাপতি শফিকুল ইসলাম তালুকদার দুলাল, মাওলানা মো. জিল্ললুর রহমান, সাধারন সম্পাদক আব্দুল আজিজ ইকবাল, সহ-সম্পাদক মো. নুর উদ্দিন সুমন, যুবসেনা নেতা মোক্তার হোসেন, জেলা ছাত্রসেনার সহ-সভাপতি মো. মামুনুর রশিদ, পৌর সভাপতি মো. আবু তাহির, হাফেজ মো. নোমান আহমদ ও ক্বারী কাউছার আহমদ তালুকদার প্রমুখ নেতৃবৃন্দ ৩০ ডিসেম্বর সারাদিন মোমবাতি মার্কায় ভোট দেয়ার জন্য চুনারুঘাট-মাধবপুরবাসীকে আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।