রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে এক দিকে মিষ্টি বিতরণ ও ফুলের শুভেচ্ছা, অপর দিকে হতাশা আর অসন্তোষ। এ আসনে নৌকার মাঝির নাম প্রকাশ করার পর থেকেই দাউদকান্দি মেঘনায় সর্বত্র আলোচনার ও সমলোচানার নতুন মাত্রা পেয়েছে। তবে এ আসনের দুইবার নির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি মনোনয়ন পাওয়ার সাথে সাথে হাজার হাজার নেতাকর্মী উল্লাসে ফেটে পড়ে এবং মিষ্টি বিতরণ করেন ও স্থানীয় সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা দেয়। এ আসনের আ.লীগের অধিকাংশ নেতকর্মী সমর্থকরা খুশি হলেও আ.লীগের অন্যান্য মনোনয়নপ্রত্যাশীদের সমর্থকরা হতাশ হয়ে পড়লেও তারা বলেছেন নৌকার পক্ষে কাজ করবেন এবং যারা মনোনয়ন পাননি তারাও নৌকার পক্ষে কাজ করবে বলে ইনকিলাবকে জানান। মিষ্টি বিতরণে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমন, পৌরমেয়র নাইম ইউসুফ সেইন, আ.লীগ নেতা এড. লিল মিয়া চৌধুরী, সালাম চেয়ারম্যান, প্যানেল মেয়র রকিব উদ্দিন, আহমেদ উল্লাহ, শাহজাহান মিয়াসহ হাজার হাজার নেতাকর্মী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।