Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

৬ মাসের মধ্যে গ্যাটকো মামলা নিষ্পত্তির নির্দেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

গ্যাটকো (গ্লোবাল এগ্রোট্রেড প্রা. কোম্পানি লিমিটেড) পরিচালক সৈয়দ গালিব আহমেদ ও পরিচালক সৈয়দ তানভীর আহমেদের মামলা বাতিলে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তাদেরকে দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন।
গতকাল রোববার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ। একই সঙ্গে নিম্ন আদালতকে আগামি ৬ মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করার জন্যও নির্দেশ দেয়া হয়েছে। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
পরে আমিন উদ্দিন মানিক জানান, রুল খারিজ হয় ও স্থগিতাদেশ তুলে নেয়ার রায় হয়। দুই সপ্তাহের মধ্যে আসামিদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ ও নিম্ন আদালতকে ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে। ফলে খালেদা জিয়ার গ্যাটকো মামলা নিম্ন আদালতে চলতে আর কোনো বাধা রইলো না। সৈয়দ গালিব আহমেদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি ও সৈয়দ তানভীর আহমেদের পক্ষে আইনজীবী আহসানুল করিম। এর আগে ১১ নভেম্বর এ রুল শুনানি শেষ হয়। এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, ২০০৮ সালের ২৯ জুলাই মামলাটি বাতিলের রুলনিশি জারি ও মামলার কার্যক্রম স্থগিত ও আসামিদের জামিন দেন। যে কারণে দীর্ঘ ১০ বছর মামলাটির ঢাকার বিশেষ জজ আদালত-৩ এ কার্যক্রম বন্ধ আছে।
ক্ষমতার অপব্যবহার করে কাজটি পাইয়ে দিয়ে নিজ এবং অন্যদের আর্থিক সুবিধা প্রদান করার মাধ্যমে সরকারের এক হাজার কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগে দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী ২০০৭ সালের ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় এ মামলা করেন। মামলায় খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, সাবেক নৌ পরিবহন মন্ত্রী আকবর হোসেন, তার ছেলে ইসমাইল হোসেন সায়মনসহ ১৩ জনকে আসামি করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ